দেশ, সমাজ ও বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধিতে ভূমিকা
রাখার জন্য ঢাবি শিক্ষার্থীদের প্রতি আহ্বান
শিক্ষা-গবেষণা ও ভালো কাজের মাধ্যমে দেশ, সমাজ ও বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভায় বক্তাগণ এই আহ্বান জানান। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জয়িতা জেনেন প্রিয়তী, আইন বিভাগের তাজনীম বাসরাত শশী এবং ফার্মেসী বিভাগের মারুফ হাসান শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ, আইন অনুষদ এবং ফার্মেসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। (ছবি- ঢাবি জনসংযোগ)
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘকাল ধরে বরেণ্য শিক্ষক ও গবেষকদের ঐতিহ্য ধারণ করে চলেছে। শিক্ষার্থীদের চলনে-বলনে এই ঐতিহ্যের ধারা বহমান থাকতে হবে। আর্থিক, মানসিক ও সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে। প্রাপ্ত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার্থীরা স্বপ্নযাত্রার মাত্র একটি অংশ পূরণ করতে পেরেছে। এই স্বপ্ন পূরণ করতে শিক্ষার্থীদের অনেক পরিশ্রম করতে হয়েছে। পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে সামনের দিনগুলোতে তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সকলক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্বশীল হতে হবে।
কলা অনুষদ, আইন অনুষদ এবং ফার্মেসী অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।
১২/০৮/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়