ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের উদ্যোগে অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক রাগীব আনজুম। বিভাগীয় অধ্যাপক ড. মো. মাসুদ আলম এবং ডাকসু’র স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন বিন মুজাফফর।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, বিতর্ক একজন মানুষকে যৌক্তিকভাবে চিন্তা করতে শেখায় এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। একজন আত্নপ্রত্যয়ী ও আত্নবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন- মো. কামরুল ইসলাম, নাফে বিন মামুন ও মোহাম্মদ শাহেদ হোসাইন ইমন। রানার-আপ টিমের সদস্যরা হলেন- মো. সিয়াম হায়দার, তৌফিকা আরাফাত রোজ ও মুহাম্মদ মুঈনুদ্দীন গাউছ। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন নাফে বিন মামুন।

১৮/১১/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়