ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২টি হল পরিদর্শনের কাজ আজ ০৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার শেষ হয়েছে। কারিগরি কমিটি ২/১ দিনের মধ্যেই পরিদর্শন প্রতিবেদন পেশ করবে বলে আশা হচ্ছে। প্রতিবেদনে আবাসিক হলে কোন ধরনের ঝুঁকির বিষয় চিহ্নিত হলে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়। সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি অধীনে ৪টি সাব-কমিটিও গঠন করা হয়। বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এসব সাব-কমিটি আবাসিক হলসমূহ পরিদর্শনের কাজ আজ শেষ করেছে। এসব সাব-কমিটির কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে। এসংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে।
সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভা:
ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা আগামী ০৭ ডিসেম্বর ২০২৫ রবিবার বিকাল ৫টায় কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।
বিভিন্ন হলের সংস্কার কাজের অগ্রগতি: হাজী মুহম্মদ মুহসীন হল, সূর্যসেন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সংস্কার কাজ এগিয়ে চলেছে।
হাজী মুহম্মদ মুহসীন হল:
হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ৭২টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া ৩য় তলার কক্ষ, বারান্দার সিলিং, ড্রপ ওয়াল, পেরাপেট ওয়াল, বাথরুম, মসজিদ, ডাইনিং এর ছাদের উপর ফেরোসিমেন্টের কাজ এবং রিডিং রুমের সিলিং এর কাজসহ নিচতলার বারান্দার সিলিং এর কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সূর্যসেন হল:
সূর্যসেন হলের মোট ১৪১টি কক্ষের মধ্যে ৬ষ্ঠ তলার ১৬টি, ৫ম তলার ৪৯টি, ৪র্থ তলায় ৮টিসহ ৭৩টি কক্ষ এবং ৬ষ্ঠ ও ৫ম তলার বারান্দা/করিডোর, নিচ তলার ক্যান্টিন ও বাথরুমের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া অন্যান্য তলার কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল:
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের মধ্যে দক্ষিণ ব্লকের ১৩টি কক্ষের কাজসহ ৫ম ও ৪র্থ তলার বারান্দা, দক্ষিণ ব্লকের নিচ তলার পশ্চিম পার্শ্বের বাথরুম, রিডিং রুমসহ উত্তর ব্লকের ছাদের উপর ফেরোসিমেন্টের ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া হলের অন্যান্য তলার ভিতর ও বাইরের কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

০৪/১২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।