দেশাত্মবোধক গান, মঞ্চনাটক ও নৃত্যের ছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নৃত্যকলা বিভাগ, সংগীত বিভাগ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মঞ্চনাটক, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শিল্পীরা ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার’, ‘মাগো ভাবনা কেন’, ‘ও আমার দেশের মাটিরে’, ‘তুই যে আমার সাত রাজার ধন’, ‘ও আমার দেশের মাটি’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ প্রভৃতি সংগীত পরিবেশন করেন। এসব সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ শিক্ষক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠান উপভোগ করেন। সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রভাষক ফারজিয়া হক ফারিন অনুষ্ঠান সঞ্চালন করেন ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের এই গৌরব ধারণ করে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

১৭/১২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়