ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. রাবেয়া খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং ‘ ড. এ.এইচ.এম করিম ও হোসনে আরা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। এর মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের ৪ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. রাবেয়া খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৩ জন শিক্ষার্থীকে ‘ ড. এ.এইচ.এম করিম ও হোসনে আরা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ট্রাস্ট ফান্ডের দাতা সৈয়দ আব্দুল্লাহ আল মতি এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. রাবেয়া খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন- সুমাইয়া জান্নাত, রবিউস সানী, আসাদুল ইসলাম এবং খাতুনে জান্নাত।

ড. এ.এইচ.এম করিম ও হোসনে আরা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. রবিউল হাসান সিয়াম, রামিসা তাফাননুম মৌশি এবং রাউঙি ম্রো।

১১/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়