স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোন’-এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের বিদায়ী সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল ও ডাকসু’র ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, সাধারণ সভা আয়োজক কমিটির আহবায়ক মো. মোনতাছির আল মুয়িদ শুভেচ্ছা বক্তব্য দেন। বিদায়ী সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন অনুষ্ঠান সঞ্চালন করেন।
উল্লেখ্য, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের কার্যকরী পরিষদ-২০২৬ এর সভাপতি হয়েছেন মো. মোনতাছির আল মুয়িদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসানুর রহমান। এই কার্যকরী পরিষদ আগামী ১বছরের জন্য দায়িত্ব পালন করবে।
১৯/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়