শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতার চর্চা, দৃঢ় সহপাঠী বন্ধন এবং ব্যক্তিগত ও ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ "আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান - ২০২৫" আয়োজন করেছে।
২৭ আগস্ট ২০২৫ বুধবার, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হয়।
টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম (যুগ্ম-সচিব),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া।
ক্রিমিনোলজি বিভাগের শ্রদ্ধেয় চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিনের সভাপতিত্বে টুর্নামেন্টটির আহ্বায়ক ছিলেন ক্রিমিনোলজি বিভাগের ক্রীড়া বিষয়ক শিক্ষক, প্রভাষক রেজাউল করিম সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিমিনোলজি বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ক্রিমিনোলজি বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মোট ৭টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করতে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মাঠে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয় এবং তাদের উৎসাহ প্রদান করে।
টুর্নামেন্টে প্রাক্তন শিক্ষার্থীদের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে বিভাগের ১০ম ব্যাচ (২০২২-২৩ সেশন)।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও আহ্বায়ক চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব মোহাম্মদ গোলাম আজম বলেন বর্তমান বাংলাদেশের শিক্ষার্থীরা যেমনভাবে অপার সম্ভাবনাময়, তেমনি মাদকাসক্তির ক্ষেত্রেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
পড়াশোনা পাশাপাশি নিয়মিত খেলাধুলা তাদের এই করাল গ্রাস থেকে মুক্ত রাখতে পারে।
তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও আগ্রহী হওয়ার উৎসাহ প্রদান করেন।
এছাড়াও তিনি ক্রিমিনোলজির শিক্ষার্থীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ইন্টার্নশিপের ব্যবস্থার করারও প্রস্তাবনা জানান।
জনাব এস এম জাকারিয়া বলেন, সুস্থ একটি দেহেই কেবল সুস্থ মনস্তত্ত্ব ও সুশিক্ষার চর্চা করা সম্ভব। আর শরীর ও মন উভয়কেই সুস্থ ও উৎফুল্ল রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন।
আহ্বায়ক রেজাউল করিম সোহাগ জ্ঞান চর্চার পাশাপাশি ক্রীড়া বিষয়ক যেকোনো বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করার এবং সর্বোচ্চ সহযোগীতা করার আস্থা প্রদান করেন।
সমাপনী বক্তৃতায় চেয়ারপার্সন শাহারিয়া আফরিন আগত অতিথিবৃন্দ এবং আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা জানান এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আনন্দ প্রকাশ করেন।
পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে একত্রে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
নিয়মিত পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে এবং মাদকমুক্ত থেকে সমাজকে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যত উপহার দিবে, এই আশা ব্যক্ত করে তিনি টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।