ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ: ক) খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, খ) খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময়: ৬ আগস্ট ২০২৫, বিকাল ৪টা পর্যন্ত। গ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, বিকাল ৪টা। ঘ) মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট ২০২৫ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত। (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)। ঙ) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৫ বিকাল ৩টা পর্যন্ত। চ) মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট ২০২৫, ছ) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ দুপুর ১টা, জ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫ দুপুর ১টা পর্যন্ত, ঝ) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ বিকাল ৪টা, ঞ) ভোট গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫।(সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ), ট) ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫। (ভোট গ্রহণের পরপরই) হল সংসদ: সংশ্লিষ্ট কেন্দ্রে, ডাকসু: সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভাকক্ষে।
২। উপাচার্য বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পটি সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় একাডেমিক উদ্যোগ। এই প্রকল্পটি জনগণের করের টাকায় বাস্তবায়িত হবে এবং আমরা একে জাতির পক্ষ থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপহার হিসেবে বিবেচনা করছি। জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই অর্থের সর্বোত্তম ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। এক সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন। প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পটির বিস্তারিত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রকল্পের সারসংক্ষেপ এবং অ্যানিমেশন চিত্র উপস্থাপন করেন। উল্লেখ্য, ০৫ বছর মেয়াদি প্রকল্পের কাজ জুলাই ২০২৫ থেকে শুরু করে জুন ২০৩০ এর মধ্যে শেষ হবে।
এই প্রকল্পের অধীনে:
৩। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এ লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর একটি অফিসিয়াল চিঠি ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে ইতোমধ্যেই চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। চীন সরকারের অনুমোদনের পর দ্রুততম সময়ের মধ্যে হল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।
উল্লেখ্য, উপাচার্য এই প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন (ICJR-1) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের ১৩টি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন অংশগ্রহণ করে। ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে। এতে সহ-আয়োজক হিসেবে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব রেজিনা (কানাডা), নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (সিঙ্গাপুর), কেন্ট স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি, বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ (যুক্তরাজ্য), সোচ্চার (যুক্তরাষ্ট্র), ইনসাফ (বাংলাদেশ), সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (তুরস্ক), সেন্টার ফর পলিসি অ্যানালিসিস অ্যান্ড অ্যাডভোকেসি (বাংলাদেশ) এবং জাগরণ ফাউন্ডেশন (যুক্তরাজ্য)।
উদ্বোধনী পর্বে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা এসময় উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, মালয়েশিয়ার পার্টি কেডিলান রকইয়াট (পিকেআর)-এর ডেপুটি প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
সম্মেলন শেষে ‘লাল জুলাই’ নামক একটি মঞ্চ নাটক পরিবেশন করা হয়।
৫। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে নিম্নলিখিত অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউট সেমিনার আয়োজন করেছে ঃ
ক) ফার্মেসী অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের যৌথ উদ্যোগে “জাগরণে জুলাই: যেখানে সাহস জাগে, সেখানেই জুলাই বহে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য।
খ) জীববিজ্ঞান অনুষদের উদ্যোগে “জুলাই গণ-অভ্যুত্থান উদ্যাপন: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সেমিনারে সভাপতিত্ব করেন।
গ) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে “জুলাই গণ-অভ্যুত্থান: সামাজিক দায়বদ্ধতা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঘ) পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের যুব জনমিতি: পরিবর্তনের শক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঙ) দর্শন বিভাগের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘দ্রোহেই মুক্তি’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এরআগে দর্শন বিভাগে ‘ওয়ার্ক স্টেশন’ উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)।
চ) আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে “জুলাই বিপ্লব উদ্যাপন : বিদ্রোহ থেকে বিনির্মাণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে সেমিনারে কোষাধ্যক্ষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে “বাংলাদেশের টেকসই ও বৈষম্যহীন উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে জুলাই বিপ্লবের চেতনা” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. শাহনাজ হক হুসেন। স্বাগত বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।
ছ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই থেকে গণতন্ত্রে উত্তরণ: টেকসই রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ প্রয়োজন কেন?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জ) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্যোগে ‘Good Policing Practices: Aspirations, Challenges and Opportunities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঝ) বাংলা বিভাগের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান: আকাক্সক্ষা ও সম্ভাবনা শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীকে যথাক্রমে পাঁচ হাজার টাকা, তিন হাজার টাকা ও দুই হাজার টাকার বই পুরস্কার দেওয়া হয়।
ঞ) ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ট) জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতিচারণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন। পরে সংগীত বিভাগের তত্ত্বাবধানে জুলাইয়ের গান, আবৃত্তি এবং দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।
ঠ) গণিত বিভাগের উদ্যোগে “জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে “আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া, অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের ডকুমেন্টারী প্রদর্শনী, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীর বক্তব্য, প্রতিবাদী গান, নাচ, আবৃত্তি, নাটিকা, পুরস্কার বিতরণ, স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
ড) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে ‘Reflecting on Providing Mental Health Support Services for July survivors from July 2024 to July 2025’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়।
ঢ) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে “ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলা অনুষদের ডিন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ণ) সংগীত বিভাগের উদ্যোগে “জুলাই অভ্যুত্থান: আগামীর সাংস্কৃতিক সম্ভাবনায় বাংলাদেশ” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
ত) কলা অনুষদের উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ইতিহাসের পুনরাবৃত্তি ও নব নির্মাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং কোষাধ্যক্ষ বক্তব্য রাখেন।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
থ) অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের উদ্যোগে অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দ) পদার্থবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ধ) রসায়ন বিভাগে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয় । প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত ফটোবুথ উদ্বোধন করেন।
ন) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘হৃদয়ে জুলাই: হৃদয়ে রক্তক্ষরণ, বিজয়ের বর্ষপূর্তি উদ্যাপন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৬। শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও উদযাপনের অংশ হিসেবে ‘জুলাই সেন্টার’ এর উদ্বোধন ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক প্রথম কোনো সেন্টার এটি।
৭। সংলাপ ও কৌশলগত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা কর্মসূচি জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে আলোচনা হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ‘গোয়িং গ্লোবাল ২০২৫’ শীর্ষক বিশ্বব্যাপী উচ্চশিক্ষা সম্মেলনে যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। আগামী ২৮ - ৩০ অক্টোবর লন্ডনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উপাচার্য বাংলাদেশে উচ্চশিক্ষার মান বৃদ্ধির জন্য গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফোর্বস বাংলাদেশে সংস্থাটির বর্তমান কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। তিনি দুটি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের অধীনে শান্তি স্বর্ণপদক, বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে কোষাধ্যক্ষ সভাপতিত্ব করেন।
৯। পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ৭ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এবছর ‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন, মো. ফারদিন হাসান, মো. সীমান্ত , মোছা: ইসরাত ইয়াসমিন ইভা, মোছা: জান্নাতি খাতুন, মো. আবদুল্লাহ শাদীদ চৌধুরী, শারমিন পারভীন এবং মো. সাকিব আল হেলাল।
১০। পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাস্টার্স পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী ১১ জন শিক্ষার্থী ‘কাজী মোতাহার হোসেন’ পদক লাভ করেছেন। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন। জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
পদকপ্রাপ্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী উম্মে নাঈমা ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মো. মুদাচ্ছির হোসেন আকিব, তৃষ্ণা সাহা, তাসমিয়া আফরিন এমা ও শায়েরা আক্তার এবং আইএসআরটি-এর শিক্ষাথী রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তাসনীম আরা, তরিকুল ইসলাম ও মো. মুহিতুল আলম। অনুষ্ঠানে বিএস সম্মান পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১৩জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বিকাশ পাল, মো. মুদাচ্ছির হোসেন আকিব, উম্মে নাঈমা ইসলাম, নওশীন তাবাসসুম সোহানা, লুবানা তানভিয়া, ফারজানা জামান ও নুসরাত জাহান এবং আইএসআরটি-এর শিক্ষাথী রাসেল বিশ্বাস, আওয়ান আফিয়াজ, তরিকুল ইসলাম, মো. মুহিতুল আলম, ফারিয়া রউফ রিয়া ও আতিকা অবনী। এছাড়া, রচনা প্রতিযোগিতায় নুসাইবা হাকিম দিয়া ১ম, অনসূয়া কর্মকার ২য় এবং সুমাইয়া জাহান ৩য় হয়েছেন।
১১। রোকেয়া হলে ক) অপরাজিতা ভবনের ছাত্রীদের ব্যবহারকৃত বাথরুম ওয়াশরুমের ডিপক্লিনের কাজ চলমান রয়েছে। খ) শাপলা ভবনের ৫ম তলায় ছাত্রীদের কক্ষে সিলিং ফ্যান স্থাপনের কাজ চলমান রয়েছে। গ) চামেলী ভবনের পিছনের বার্ধিত অংশের সুয়ারেজ লাইনের কাজ চলমান রয়েছে। ঘ) ডাকসু-২০২৫ নির্বাচনের জন্য রোকেয়া হলের ভোটার তালিকা হালনাগাদ-এর প্রাথমিক বাছাই সম্পন্ন হয়েছে। ঙ) হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য ডাইনিং ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও হাইজিন যাচাইয়ের লক্ষ্যে রোকেয়া হলের সকল বিল্ডিংয়ের ডাইনিং ক্যান্টিন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১২। কবি জসীম উদ্দীন হলের গেইট সংলগ্ন দোকানের সামনে স্থাপিত শিক্ষার্থীদের ব্যবহৃত পানির হাউজটি সংস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারের সুবিধার্থে পানির হাউজে নতুন টাইলস স্থাপনসহ চারটি পানির ট্যাপ সংযুক্ত করা হয়েছে এবং দোকান সংলগ্ন স্থান ঢালাই দিয়ে পাকা করা হয়েছে।
১৩। কবি সুফিয়া কামাল হলের ক) ফুড কর্নার রং করণ, প্রশাসনিক ভবনের স্টোর কক্ষ এবং ডক্টর/মনোবিজ্ঞানীর কক্ষ সংস্কার করার কাজ সম্পন্ন করা হয়েছে। খ) হলের সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান এবং পরিচয়পত্র বহন নিশ্চিত করা হয়। গ) প্রতিটি ছাত্রী কক্ষে ফ্যান সরবরাহ কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। ঘ) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে হলে একটি পোস্টার প্রদর্শন প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রদর্শন-এর আয়োজন করা হয়। ঙ) হলে ২জন সহকারী আবাসিক শিক্ষক যোগদান করেন। চ) স্কয়ার আয়োজিত সেনোরা নারী সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
১৪। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ক) জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে পোস্টার প্রদর্শনী কর্মসূচি চলমান রয়েছে। খ) মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার নিহত-আহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। গ) আবাসিক ভবনসমূহের পানির লাইন সংস্কার এবং রিজার্ভ ট্যাংকি সংস্কার কাজ চলমান রয়েছে। ঘ) হলের বিভিন্ন ব্লকের বাথরুম, জানালা মেরামত ও গোসলখানার বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে। ঙ) হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কারক দ্রব্যাদি ক্রয় করা হয়েছে। চ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১৫। এনার্জি ইনস্টিটিউটে “Green Energy Transformation of Dhaka University: ÒGrid-Aware Solar Policy Framework for Bangladesh’s Green Energy Transition” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর প্রভাষক। সেমিনারে Japan International Cooperation Agency (JICA), Bangladesh এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৬। ক) শিক্ষা ও গবেষণা ইনস্টিউটে এলিভেট টকের উদ্যোগে ‘বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ও শিক্ষার গতিপথ; প্রত্যাশা অর্জন ও আগামী দিন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খ) শিক্ষা ও গবেষণা ইনস্টিউটের ইয়ুথ এনগেজন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ-এর উদ্যোগে “দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার হিসেবে স্বাক্ষর সংগ্রহ এবং দুর্নীতিবিরোধী গেম আয়োজন করা হয়।
১৭। ক) অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের উদ্যোগে “বাংলায় আধুনিক চারুশিল্প চর্চার সূচনাপর্ব: মহেশ্বরপাশা স্কুল অব আর্ট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খ) চারুকলা অনুষদে বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে পটুয়া নাজির হোসেনের ৬১তম একক পটচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গ) অনুষদে বাংলাদেশের প্রতিষ্ঠিত চারুশিল্পীদের উদ্যোগে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮। উপাচার্য সম্প্রতি জাপান সফর করেন। সফরকালে উপাচার্য এহিম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। দ্বিপাক্ষিক আলোচনার অংশ হিসেবে উভয় বিশ্ববিদ্যালয় বিদ্যমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
উপাচার্য “Implementing Water Quality Monitoring and Purification Technologies to Control Health Risks for Antimicrobial Resistance (AMR) in the Dhaka Metropolitan Area” শীর্ষক একটি যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি Collaborative Research Agreement (CRA)-এ স্বাক্ষর করেন। এই প্রকল্পটি জাইকা (JICA) এবং জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (JST)-এর অর্থায়নে পরিচালিত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে।
উপাচার্য টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তৃতা প্রদান করেন। সেমিনারের শিরোনাম ছিল: “রোহিঙ্গা শরণার্থী সংকট: আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের পথ এবং জীবিকা নির্বাহের চ্যালেঞ্জ”। তিনি ফাউন্ডেশনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও, উপাচার্য Institute for Global Environmental Strategies (IGES)-এর রিসার্চ পরিচালকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে জলবায়ু নীতিনির্ধারণ ও নীতি-ভিত্তিক যৌথ গবেষণা কার্যক্রমে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
৩১/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়