ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ইউনিট বাঁধনের উদ্যোগে নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা গতকাল ১১ জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হল ইউনিট বাঁধনের সাবেক সভাপতি মো. হাসিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের অধ্যাপক ডা. মুনশী এম. হাবিবুল্লাহ ও ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশের পরিচালক অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া সম্মানিত অতিথি এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ও বাঁধন হল ইউনিটের উপদেষ্টা প্রভাষক নাঈমুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হল ইউনিট বাঁধনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রক্তদাতাগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হলের ৩৭ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এধরনের সেবামূলক কাজ মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করে। রক্তদানের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিং ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পায়। মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
১২/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়