ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ক্যাম্পাসে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য হলো ‘টেকসই রূপান্তরের জন্য পর্যটন’। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি উদ্বোধন করেন।
পরে অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাজ কনফারেন্স হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজের (সিটিএস) প্রেসিডিয়াম সদস্য জাবেদ আহমেদ, ছুটি রিসোর্ট এন্ড ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী এবং সেমিনার আয়োজক কমিটির আহবায়ক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সউদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শান্তি চাকমা।
এর আগে দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র্যালির নেতৃত্ব দেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পর্যটন শুধু অর্থনৈতিক শিল্প নয়, এর সঙ্গে মানবিকতা ও প্রকৃতির প্রতি সম্মান জড়িত। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
২৪/০৯/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।