ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের
সাপ্তাহিক হালনাগাদ তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ডাকসু ও হল সংসদ নির্বাচনঃ
(ক) ভোটাররা যাতে আরও স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেজন্য আরও দুইটি নতুন ভোটকেন্দ্র যুক্ত করা হয়েছে।
নতুন যুক্ত হওয়া কেন্দ্র দুটি হলো:
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হল।
ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ কেন্দ্র: শামসুন নাহার হল।
এই দুইটি নতুন কেন্দ্র যুক্ত হওয়ায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৮টি। এর বাইরে বিদ্যমান কেন্দ্রগুলো হলো:
১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল।
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং কক্ষ): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দীন হল, শেখ মুজিবুর রহমান হল।
(খ) ডাকসু ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত/লাইসেন্সধারী ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের জন্য পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ ৬ (ছয়) জন, প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বোচ্চ ৩ (তিন) জন এবং প্রতিটি অনলাইন মিডিয়ার সর্বোচ্চ ৩ (তিন) জন সাংবাদিককে পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। কার্ডটি শুধুমাত্র ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের জন্য প্রযোজ্য থাকবে।
এমতাবস্থায়, আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্রে নিচের ডকুমেন্টসগুলো সংযুক্ত করতে হবে-
১। আবেদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধন/লাইসেন্স-এর প্রমাণপত্রের ফটোকপি (২ কপি) ও
২। প্রত্যেক আগ্রহী সাংবাদিককে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২ কপি) জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের চীফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ২৫ আগস্ট ২০২৫ সোমবারের মধ্যে জমা দিতে হবে।
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেয়ার সময় শেষ হয়েছে। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ডাকসুর জন্য ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিলো। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি।
এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিলো ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।
হলভিত্তিক মনোনয়নপত্র জমার পরিসংখ্যান নিচে দেয়া হলো-
ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি, ফজলুল হক মুসলিম হলে ৬৫টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১টি, রোকেয়া হলে ৪৫টি, সূর্যসেন হলে ৭৯টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫টি, শামসুন নাহার হলে ৩৬টি, কবি জসীম উদ্দীন হলে ৭০টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬টি, অমর একুশে হলে ৮১টি, কবি সুফিয়া কামাল হলে ৪০টি, বিজয় একাত্তর হলে ৭৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৬৭টি।
(ঘ) নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী/পক্ষ আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করতে পারবেন না, এমনকি আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়ন বিষয়ে সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। হল পর্যায়ে দলীয় রাজনীতি বিষয়ে গত ৮ আগস্ট শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনার ধারাবাহিকতায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার লক্ষ্যে ১১ আগস্ট অনুষ্ঠিত এসএমটি সভায় এই কমিটি গঠনের প্রস্তাব করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই কমিটি অনুমোদন করেছেন।
এই কমিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ন রেখে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার লক্ষ্যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে প্রচলিত ছাত্র রাজনীতির গঠনমূলক ভূমিকা বিষয়ে একটি সমন্বিত রূপরেখা সুপারিশ করবে।
কমিটির সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ-আল-মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলেয়া বেগম এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৩৪০টি শূন্য আসন পূরণ করা হয়েছে। ডিনস কমিটির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব শূন্য আসন পূরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ সেশনে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও কয়েকটি ইউনিটে কিছু আসন শূন্য ছিল। ডিনস কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব শূন্য আসন পূরণের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়। বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে অপেক্ষমান তালিকা থেকে ৩৪০টি শূন্য আসন পূরণ করা হয়। এর মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯১টি, বিজ্ঞান ইউনিটের ১৪৫টি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৩টি এবং চারুকলা ইউনিটের ১টি শূন্য আসন পূরণ করা হয়েছে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি প্রদানসহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। এসময় রাষ্ট্রদূত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। উপাচার্য ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরে, ফিলিস্তিনি রাষ্ট্রদূত মি. ইউসুফ এস. ওয়াই. রমজান বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে ÔGaza: The Genocide of the 21st Century Happening Live before the World’s Eyes` শীর্ষক বিশেষ বক্তৃতা প্রদান করেন।
৫। জাপানিজ স্টাডিজ বিভাগে ‘সৈয়দ মাহমুদুল হক আইসিটি এন্ড ইনোভেশন ল্যাব’ এবং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচি (Mr. Saida Shinichi) বিভাগীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব ও ক্লাসরুম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ জাপান ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক সৈয়দ সামিউল হকের সহযোগিতায় এই ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন করা হয়। উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সৈয়দ মাহমুদুল হকের পুত্র।
৬। কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪১জন মেধাবী শিক্ষার্থীকে ‘কলা অনুষদ শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, কলা অনুষদের বর্তমান ডিন ও সাবেক ডিনবৃন্দ এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের মাকসুদা আক্তার, সামিয়া রাওজীন আশা ও মুন্নী রানী বর্মণ, ইংরেজি বিভাগের মোছাঃ শাহাজাদী খাতুন, মাহামুদুল হাসান নয়ন ও মিসরাত জান্নাত, আরবী বিভাগের মোহাঃ আসমাউল হুসনা, জামিয়া আক্তার ও মো. মনজুরুল হাসান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সোহান ইসলাম ও মোসা. সুরাইয়া ইয়াছমিন, উর্দু বিভাগের মো. ইসমাইল হোসেন সাকিব ও রিনা আক্তার, সংস্কৃত বিভাগের রাহুল মন্ডল ও হাবিবা আক্তার, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মোছা. সুরাইয়া আফরিন ও মো. কামরুজ্জামান, ইতিহাস বিভাগের শিউলি মোল্যা, সাজিয়া খানম আনিকা ও মো. মেহেদী হাসান, দর্শন বিভাগের মো. আবু শোয়াইব, পপি মন্ডল ও মো. কাউসার আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের মোছাঃ শিমু খাতুন, জেরিন তাসনীম মুনীম ও হাফসা আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. মরিয়ম আক্তার, মিনি আক্তার ও আব্দুর রহমান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সমীর কর্মকার ও সীমা খাতুন, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মো. মামদুদুর রহমান ও শুভজিৎ রায় কাব্য, ভাষা বিজ্ঞান বিভাগের স্মৃতি আক্তার ও মো. ওহিদুল ইসলাম, সংগীত বিভাগের অর্পিতা চৌধুরী ও অয়ন হোসেন রাশেদ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের নুরনাহার খাতুন ও আসমা সুলতানা লিজা এবং নৃত্যকলা বিভাগের তিথী রানী রায় ও তন্বী সরকার।
৭। বাংলাদেশ এবং কোরিয়ার সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান সাংস্কৃতিক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। অনুষদ চত্বরে বিভিন্ন স্টল স্থাপন করা হয়। এসব স্টলে কোরিয়ান পোশাক, খাদ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশ যৌথভাবে এই দিবস উদযাপন করে।
৮। বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং টিকা’র সমন্বয়ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার, গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য একটি অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) স্থাপন এবং রোগ নির্ণয় ও উন্নত থেরাপিউটিক পরিষেবার জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) ঢাকা বিশ্ববিদ্যালয়কে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে। এছাড়া, জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং রোগী পরিবহনের জন্য টিকা একটি আধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করবে।
৯। চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে প্রাচ্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নাজমুল হক বাপ্পীর আমার শিল্পের অন্তরকথন শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
১০। উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে জুলাই ২০২৪: বিপ্লব ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১। এনার্জি ইনস্টিটিউটে “Seminar on Semiconductor Industry: Introduction to Integrated Circuit” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন হুবেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও উহান বিশ্ববিদ্যালয়ের School of Integrated Circuits - এর প্রফেসোরিয়াল কমিটির চেয়ারম্যান ওয়েই লিউ। সেমিনারে সভাপত্বি করেন এনার্জি ইনস্টিটিউটের পরিচালক।
১২। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে “Sensor Data Analytics with Wearables and mm-Wave Radars for Digital Health” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
১৩। সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টার কালচারাল ডায়ালগ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে “Teachings of Sri Krishna in Establishing an Inclusive Society” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডিন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৪। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ‘জুলাই গণ অভ্যুত্থানের এক বছর: স্মৃতিচারণ এবং আলোচনা সভা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান অনুষদের ডিন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৫। সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর উদ্যোগে “Remote Interactions Through 2D Layered Materials” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জাপানের রিটসুমেইকান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিনিচিরু মৌরি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
১৬। ক) ফার্মেসী অনুষদ এবং বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মধ্যে একাডেমিক ও বিভিন্ন গবেষণা সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় ফার্মেসী অনুষদের ডিনসহ শিক্ষকবৃন্দ এবং বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। খ) ফার্মেসী অনুষদের ফার্মাক্লাবের উদ্যোগে prize giving ceremony আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ফার্মাক্লাব আয়োজিত স্পোর্টস কার্নিভাল, সিনেফার্ম ২.০ এবং ফার্মা ব্রেইনিয়াক ১.০ এর বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
১৭। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ও শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের যৌথ উদ্যোগে জগন্নাথ হল থেকে সংকীর্তন শোভাযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শোভাযাত্রা উদ্বোধন করেন।
১৮। ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী Post doctoral প্রোগ্রাম সমাপ্তির পর গবেষকদের প্রত্যয়নপত্র প্রদানের জন্য প্রত্যয়নপত্রের একটি নমুনা অনুমোদন করা হয়েছে। গবেষণা সমাপ্ত করে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে রিপোর্ট দাখিলের পর বিভাগ/ইনস্টিটিউটের একাডেমিক কমিটির সুপারিশের আলোকে সংশ্লিষ্ট অনুষদের ডিন/ইনস্টিটিউটের পরিচালক সংশ্লিষ্ট গবেষককে এই প্রত্যয়নপত্র প্রদান করবেন। ইতোমধ্যে যে সকল গবেষক Post doctoral গবেষণা সমাপ্ত করেছেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
১৯। কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১ মাসব্যাপী ইয়োগা কর্মসূচি আয়োজন করা হয়েছে। হলের একজন অনাবাসিক শিক্ষার্থীকে হল ফান্ড থেকে বিশেষ বিবেচনায় শিক্ষা সহায়ক অর্থিক অনুদান প্রদান করা হয়। আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত আচরণ ও নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
২০। কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের ফার্নিচার সংকটের প্রেক্ষিতে হল প্রশাসন ইতোমধ্যে ২৫টি করে খাট, চেয়ার-টেবিল সরবরাহ করেছে। এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আরো ৭৫টি খাট, চেয়ার-টেবিল সরবরাহ করা হয়েছে। যা শিক্ষার্থীদের বিভিন্ন কক্ষে স্থাপন করা হয়েছে। এর ফলে হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ফার্নিচার সংকটের অবসান হলো।
২১। রোকেয়া হলের ২০২৪-২০২৫ সেশনের ১ম বর্ষের ছাত্রীদের সীটের আবেদনের প্রেক্ষিতে ছাত্রীর লোকাল গার্ডিয়ান ও লিগাল গার্ডিয়ান এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সীট বরাদ্দ কার্যক্রম চলমান রয়েছে।
২২। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ক) আবাসিক শিক্ষকবৃন্দের সভা অনুষ্ঠিত হয়েছে। খ) আসন্ন ডাকসু নির্বাচনের হল সংশ্লিষ্ট যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে। গ) সীট প্রদানের কাজ চলমান রয়েছে। ঘ) হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে পরিষ্কারক দ্রব্যাদি ক্রয় করা হয়েছে। ঙ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
২৩। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে “সরদার ফজলুল করিম-এর নৈতিক দর্শনের পুনর্বিবেচনা” শীর্ষক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সামাজিক গবেষণা ইনস্টিটিউট (বিআইএসআর)-এর বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও চেয়ারম্যান বক্তা ছিলেন।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে “DUQS Pop Battle 2.0 Pop Culture” শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
২৫। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
২১/০৮/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়