ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ 2% Scientists ২০২৫ তালিকায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। যা দেশে সর্বোচ্চ। গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছিলেন ১০ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ, যা গত বছরের তুলনায় প্রায় ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।
২। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় নীতি প্রতিযোগিতার ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ‘রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর টিম। প্রথম রানার্স আপ হয় লোক প্রশাসন বিভাগের টিম ও দ্বিতীয় রানার্স আপ হয় অপরাধবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগের যৌথ টিম।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ডাকসুর কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক, ডাকসুর ভিপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।
চ্যাম্পিয়ন দলকে ৪৫ হাজার টাকা, প্রথম রানার্স আপকে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
৩। দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন শেষ হয়েছে। সমাপনী দিনে “ব্যাংক সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ: ব্যাংক গবর্ন্যান্সের প্রভাব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক'। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২৫০ জন গবেষক ১০৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
৪। ঢাকাস্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) গ্লোবাল এনভায়রনমেন্ট শাখার সিনিয়র বিশেষজ্ঞ মি. ইচিরো আদাচির নেতৃত্বে ৮-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে তাঁরা জাইকা এবং জেএসটি’র অর্থায়নে ‘Implementing Water Quality Monitoring and Purification Technologies to Mitigate Health Risks for Antimicrobial Resistances (AMR) in the Dhaka Metropolitan Area’ শীর্ষক একটি যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এই প্রকল্পের বাংলাদেশ অংশে প্রধান গবেষক (Principal Investigator) হিসেবে দায়িত্ব পালন করবেন।
৫। আসন্ন শারদীয় দুর্গাপূজা চলাকালীন ২৮ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবরের মধ্যে যে সকল পরীক্ষার তারিখ নির্ধারিত আছে, তা স্থগিত করার বিষয়টি SMT সভার সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ সাপেক্ষে উপাচার্য অনুমোদন দিয়েছেন।
৬। ফার্মেসী বিভাগ এবং ফার্মেসী অনুষদের যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপিত হয়।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ওমেন্স হেলথ ক্যাম্প (খুলে বলো ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে। দুইজন গাইনী বিশেষজ্ঞ নারী চিকিৎসক এই ক্যাম্পে উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উদযাপন উপলক্ষে নুভিস্তা ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ ও ফার্মেসী অনুষদ এই ক্যাম্প আয়োজন করে।
ওমেন্স হেলথ ক্যাম্পে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইরেগুলার সাইকেল, একনি ও হিরসুটিজম, এন্ডোমেট্রিওসিস, আয়রন ও ভিটামিন ডি ঘাটতি, থাইরয়েড জনিত সমস্যা, স্তন ও জরায়ু ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ ২-১ গোলে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগকে পরাজিত করে।
৯। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি উদ্বোধন করেন। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১০। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে ÔMolecular Insights, Therapeutics Advances & Policy Innovation in Cancer CareÕ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত জেনেটিসিস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক স্যার ওয়াল্টার বোডমার।
১১। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য হলো ‘টেকসই রূপান্তরের জন্য পর্যটন । এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি উদ্বোধন করেন।
পরে অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাজ কনফারেন্স হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপাচার্য র্যালির নেতৃত্ব দেন।
১২। অঙ্কন ও চিত্রায়ন বিভাগের উদ্যোগে “Through 27 Lenses” শীর্ষক একটি যৌথ শিল্পকর্ম প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে।
১৩। অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে “Immune Kinetics and Progression of Nipah Virus Infection” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
১৪। সংগীত বিভাগের বি.এ. (সম্মান) ৪র্থ বর্ষ ৮ম সেমিস্টার ও এম.এ. শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে Research & Career Essentials : Crafting & Synopsis, Proposal and CV বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া, সংগীত বিভাগ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে মানসিক, শারীরিক, সামাজিক ও আত্মিক স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
১৫। সমাজবিজ্ঞান বিভাগের Sociology Research and Writing Club (SRWC) এর উদ্যোগে ‘Sociology Olympiad-2025’অনুষ্ঠিত হয়েছে।
১৬। ক) রোকেয়া হলের শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়নের জন্য ডাইনিং-ক্যান্টিন কমিটির সঙ্গে হলের প্রভোস্ট ও হাউজটিউটরদের মিটিং অনুষ্ঠিত হয়। সভার পর হলে ডাইনিং-ক্যান্টিন পরিদর্শন, অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খ) হল সংসদের উদ্যোগে রোকেয়া হলের ছাত্রীদের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এবং আবাসিক শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
১৭। ক) প্রভোস্ট, হল রিটার্নিং অফিসার, হাউজ টিউটর, প্রশাসনিক কর্মকর্তা ও স্টাফদের উপস্থিতিতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদ এর পরিচিতিমূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খ) হলের ফিল্টারসমূহ সার্ভিসিং করা হয়েছে। গ) সীট প্রদানের কাজ চলমান রয়েছে। ঘ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১৮। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষ্যে ডাকসুর উদ্যোগে শামসুন নাহার হলে ওমেন্স হেলথ ক্যাম্প (খুলে বলো ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ এবং একজন চর্ম বিশেষজ্ঞ চিকিৎসক ছাত্রীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করেন।
১৯। অমর একুশে হলের শিক্ষার্থীদের বাইসাইকেলে হাওয়া দেয়ার জন্য ১২ লিটার সিলিন্ডারসহ একটি ইলেকট্রিক কম্প্রেসার মেশিন এবং অমর একুশে হল সংসদ অফিসে ব্যবহারের জন্য Core i3 12th Gen কম্পিউটার ক্রয় করা হয়েছে।
২০। ক) সূর্যসেন হল সংসদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। হল সংসদের সভাপতি ও সূর্যসেন হলের প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। খ) হলে ছাত্রদের কক্ষে ছারপোকা নিধনের ওষুধ বিতরণ করা হয়েছে।
২৫/০৯/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়