ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হলে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং নব-স্থাপিত জিমনেসিয়াম কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গতকাল ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার সন্ধ্যায় হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও কবি জসীম উদ্দীন হল সংসদের সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গনী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১৫/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়