ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগে ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন এন্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ ১৩ জানুয়ারি ২০২৬ বুধবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ্ সম্মানিত অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদ খালিদ এবং ১১তম ব্যাচের শিক্ষার্থী নিশাত সুবাহ অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলাচ্ছে। আধুনিক অপরাধ শনাক্তে এখন উন্নত প্রযুক্তি ও ফরেনসিক জ্ঞানের প্রয়োজন। তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে বিভিন্ন অপরাধ শনাক্তকরণে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১৪/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়