ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গতকাল ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফজলুল হক মুসলিম হল সংসদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আল আমীন সিকদার, ডাকসু’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, হল সংসদের ভিপি খন্দকার মো. আবু নাঈম, সাধারণ সম্পাদক মো. ইমামুল হাসান এবং সহ-সাধারণ সম্পাদক মো. মহসীন উদ্দিন শাফি উপস্থিত ছিলেন। হল সংসদের সংস্কৃতি সম্পাদক মো. রায়হান উদ্দিন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালন করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নবীনরা সব সময় পরিবর্তনের সুবাতাস নিয়ে আসে। সমাজ পরিবর্তনে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে তা পূরণের জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালাতে হবে। যোগ্যতা, দক্ষতা, কাজ ও আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে তাদের ভূমিকা রাখতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রেও তাদের সচেতন থাকতে হবে।

১৪/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়