ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। সংশ্লিষ্ট অনুষদের ডিনের মতামতের ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে এবং সকল পরীক্ষার্থীর সম্মতিক্রমে বিভাগীয় একাডেমিক কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে শুরু হওয়া অনার্স ৪র্থ বর্ষ/৮ম সেমিস্টার এবং মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষাসমূহ চলমান রাখতে পারবে। সাধারণ শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হলে অবস্থান করতে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।
বর্তমানে বিভিন্ন হলের সংস্কারমূলক কার্যক্রম চলমান রয়েছে। তাই সংস্কার কার্যক্রম অগ্রাধিকার পাবে। এবিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করা হয়েছে। উল্লেখ্য, সকল শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং হলে থাকতে ইচ্ছুক শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়ে ডাকসু ও হল ছাত্র সংসদ প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।
বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে উক্ত ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসসমূহ ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চালু থাকবে।
সভায় জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে পরীক্ষাসমূহ পুনরায় শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ’ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগসমূহ পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।
উল্লেখ্য, ইতোমধ্যে সকলেই অবগত আছেন, ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে হলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও বিভিন্ন আবাসিক হলের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আবাসিক হল খোলার পরও কিছু কিছু হলে সংস্কারের কাজ চলমান থাকতে পারে। সভায় এ ব্যাপারে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
৩। ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২টি হল পরিদর্শনের কাজ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। কারিগরি কমিটি ২/১ দিনের মধ্যেই পরিদর্শন প্রতিবেদন পেশ করবে বলে আশা হচ্ছে। প্রতিবেদনে আবাসিক হলে কোন ধরনের ঝুঁকির বিষয় চিহ্নিত হলে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপাচার্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের সভাপতিত্বে সভায় প্রক্টর, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য গঠিত সাব-কমিটির সদস্য বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপকবৃন্দ, ডাকসুর সমাজসেবা সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এবং প্রকৌশল দপ্তরের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল ও ভবনসমূহ পরিদর্শন, কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সমাপ্ত করবে। পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে। এসংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে। কারিগরি মূল্যায়নে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির সদস্যগণ পৃথকভাবে বিভিন্ন হল ও হোস্টেল পরিদর্শন অব্যাহত রাখেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিগণ উপস্থিত থাকছেন।
বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের পরিদর্শন রিপোর্ট: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে অবস্থিত ৩ (তিন) তলা বিশিষ্ট "শিকদার মনোয়ারা" ভবনটি পরিদর্শনকালে দেখা যায়, ভূমিকম্পের পরে ভবনটির মূল কাঠামো ( Beam-Column) অটুট রয়েছে এবং এতে কোন ফাটল সৃষ্টি হয়নি।
উল্লেখ্য, ভবনটি নির্মাণের পর ভবনের বাইরে Cantilever অংশে Crack দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ অংশটি পরবর্তীতে ভেঙ্গে ফেলা হয়। বুয়েটের বিশেষজ্ঞ সদস্যরা একাধিকবার ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছেন। এছাড়া, বসবাসের উপযোগিতা যাচাইয়ের জন্য পি.ডব্লিউ.ডি (ডিজাইন সার্কেল-১)-এর টিম ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ভবনটি সরেজমিনে পরিদর্শন করে। ভবনটি'র কাঠামোগত নকশা ও প্রাপ্ত তথ্যাদি মূল্যায়ন এবং বিদ্যমান অবস্থা পরিদর্শন করে ৩(তিন) তলা বিশিষ্ট ভবনটি বর্তমান অবস্থায় নিরাপদ বসবাস উপযোগী বলে টিমের সদস্যরা মতামত দেন। সে সময় পি.ডব্লিউ.ডি (ডিজাইন সার্কেল-১)-এর মতামতের প্রেক্ষিতে ছাদের মেরামত কাজসহ ভবনের অভ্যন্তরীণ বিভিন্ন মেরামত কাজ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের Phase-1 এ বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে প্রভোস্ট বাংলো, হাউজ টিউটর কোয়ার্টার ও ৩-তলা সিকদার মনোয়ারা ভবন ভেঙ্গে ৫০০ ছাত্রীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিভিন্ন হলের সংস্কার কাজের অগ্রগতি: হাজী মুহম্মদ মুহসীন হল, সূর্যসেন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সংস্কার কাজ এগিয়ে চলেছে।
হাজী মুহম্মদ মুহসীন হল:
হাজী মুহম্মদ মুহসীন হলের মোট ১৭৫টি কক্ষের মধ্যে ৬২টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া ৩য় তলার কক্ষ, বারান্দার সিলিং, ড্রপ ওয়াল, পেরাপেট ওয়াল, বাথরুম, মসজিদ, ডাইনিং এর ছাদের উপর ফেরোসিমেন্টের কাজ এবং রিডিং রুমের সিলিং এর কাজসহ নিচতলার বারান্দার সিলিং এর কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সূর্যসেন হল:
সূর্যসেন হলের মোট ১৪১টি কক্ষের মধ্যে ৬ষ্ঠ তলার ১৬টি, ৫ম তলার ৪৯টিসহ ৬৫টি কক্ষ এবং ৬ষ্ঠ ও ৫ম তলার বারান্দা/করিডোর, নিচ তলার ক্যান্টিন ও বাথরুমের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া অন্যান্য তলার কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল:
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১২১টি কক্ষের মধ্যে দক্ষিণ ব্লকের ৭টি কক্ষের কাজসহ ৫ম ও ৪র্থ তলার বারান্দা, দক্ষিণ ব্লকের নিচ তলার পশ্চিম পার্শ্বের বাথরুম, রিডিং রুমসহ উত্তর ব্লকের ছাদের উপর ফেরোসিমেন্টের ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া হলের অন্যান্য তলার ভিতর ও বাইরের কাজ চলমান রয়েছে। হলের মেরামতকৃত অংশে রংকরণের কাজ ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
৫। তুরস্কের অলাভজনক ইসলামী সংস্থা IDDEF-এর সভাপতি মি. মেহমেত তুরান উপাচার্যের সঙ্গে তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় IDDEF-এর আন্তর্জাতিক সমন্বয়কারী মি. সালাহউদ্দিন সিলান তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, নতুন মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এই প্রকল্পের একটি ডিজিটাল জরিপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে মসজিদের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং IDDEF কর্তৃপক্ষের মধ্যে এবিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
৬। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক মি. জেহানজেব খানের নেতৃত্বে ৬-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এসময় তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক মি. জেহানজেব খান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
৭। মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গত ১ ডিসেম্বর ২০২৫ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। উপাচার্য র্যালির নেতৃত্ব দেন। সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে র্যালিটি শুরু হয়ে টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ডাকসুর সাধারণ সম্পাদক সহ সিনেট- সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট এবং বহু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী র্যালিতে অংশ নেন।
স্মৃতি চিরন্তন চত্বরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘Integrating AI into Teaching and Learning: Exploring Good Practice’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এই ওয়ার্কশপে একাডেমিক মূল্যায়ন ও শিক্ষণ পদ্ধতিতে আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফির মেরিন সায়েন্স অ্যান্ড মডেলিং ল্যাবরেটরির যৌথ উদ্যোগে ‘ ÔGNSS Buoy and Surface Wave Measurement’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
১০। জাপানের এমইউএফজি ব্যাংক লিমিটেড (মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ)-এর ব্যবস্থাপনা পরিচালক মি. কেনজি কিমুরা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় একই ব্যাংকের কর্মকর্তা মি. আহমাস সাভিম রব তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এমইউএফজি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, জাপানের মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিবছর ৪৫০ মার্কিন ডলার করে বৃত্তি প্রদান করা হয়।
১১। শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও জরুরি চিকিৎসা সেবা জোরদার করতে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকার চলমান প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন উপাচার্য। মেডিকেল সেন্টার পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), ফার্মেসী অনুষদের ডিন, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক, মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার, Turkish Cooperation and Coordination Agency (TIKA)-এর বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর, ডাকসুর ভিপি, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক, বিজ্ঞান সম্পাদক ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।
প্রকল্পের আওতায় ইতোমধ্যে একটি আধুনিক অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, এনালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্কসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র প্রদান করা হয়েছে। এছাড়া নিচতলায় ইমার্জেন্সি ইউনিট স্থাপন সম্পন্ন হয়েছে এবং বাকি সংস্কার কাজ দ্রুত দৃশ্যমান হবে। এদিকে রোটারি ক্লাব অব গুলশান টাইগার্স-এর পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে একটি RO Water Filter হস্তান্তর করা হয়।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করা হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকবৃন্দ সংশ্লিষ্ট ডিনদের সাথে সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করেন। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে।
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, বিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
১৪। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী কাস্টমস ও ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট পলিসি বিভাগের সদস্য এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
১৫। কলা অনুষদ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার এবং টেসল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে AI Literacy for Teachers and Researchers in the Humanities” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন যুক্তরাস্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা এর অধ্যাপক Dr. Lilian W. Mina. স্বাগত বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন। অনুষ্ঠানে কলা অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৫২১জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উপাচার্য চারুকলা অনুষদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
১৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উপাচার্য ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ০৬ ডিসেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১৮। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ১ ও ২-এ শিল্পী FAWAZ ROB এর একক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পী পটুয়া কামরুল হাসান-এর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পীর সমাধিতে অনুষদ ও বিভাগসমূহের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ ভবনের করিডোরে ৩ টি নতুন লাইট লাগানো হয়েছে। অফিসে ৫ টি নতুন ঘড়ি লাগানো হয়েছে। বাগানের রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। বৃষ্টির সময় ইনস্টিটিউটের বাগানের জলাবদ্ধতা দূরীকরণের জন্য পাইপ স্থাপন করা হয়েছে।
২০। ক) কবি জসীম উদ্দীন হলে সম্প্রতি ভূমিকম্পের পর উত্তর ও দক্ষিণ ভবনের বিভিন্ন জায়গায় দেয়াল ও সিলিংয়ে ঝুঁকিপূর্ণ লুজ প্লাস্টার অপসারণ করা হয়েছে। খ) হল প্রাধ্যক্ষের নেতৃত্বে আবাসিক শিক্ষক, হল সংসদ প্রতিনিধি, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ স্বতস্ফূর্তভাবে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। গ) হলের চতুর্পাশের সমস্ত ময়লা-আবর্জনা ও সংস্কার কাজের ওয়েস্টেজ অপসারণ করা হয়েছে। এতে মশার উপদ্রব কিছুটা লাঘব হয়েছে। ঘ) হল বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছের চারা রোপণ করা হয়েছে এবং পরিচর্যা করে হল প্রাঙ্গণের সৌন্দর্য বর্ধন কার্যক্রম চলমান রয়েছে।
২১। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। খ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
২২। ক) কবি সুফিয়া কামাল হলের প্রত্যাশা ভবনের ২য় তলার রিডিংরুমে ৮০ টি কাঠের চেয়ার সরবরাহ করা হয়েছে। খ) ভূমিকম্পে হলের ক্ষতিগ্রস্ত ভবনসমূহ পর্যবেক্ষণের জন্য একটি দক্ষ পর্যবেক্ষক দল হল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সংস্কারের উদ্দেশ্যে তথ্য লিপিবদ্ধ করে। গ) হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে বিজয় র্যালি বের করা হয়।
২৩। ক) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘বিজয় র্যালি’-তে রোকেয়া হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। খ) ভূমিকম্প পরবর্তী রোকেয়া হলের ভবনসমূহ পরিদর্শন সংক্রান্ত কাজ তদারকি করার জন্য আবাসিক শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ৬টি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যগণ প্রত্যেক ভবনের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন। গ) রোকেয়া হলের শাপলা ভবনের ডাইনিং ও ক্যান্টিনের মেরামত কাজ চলমান রয়েছে।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের লাইব্রেরি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ২৯টি ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে। গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কমিটির সভায় এসব ই-রিসোর্স ক্রয় ও সাবস্ক্রিপশনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়