ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অকুতোভয় জুলাই যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদীর দাফন ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সম্পন্ন হয়েছে।
দাফনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আমার দেশ পত্রিকার সম্পাদক, ডাকসুর ভিপি, জিএস সহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টরিয়াল টিমের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ'সহ বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপাচার্য মাগরিবের নামাজ শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
৩। সাম্প্রতিক ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও হোস্টেলের কারিগরি মূল্যায়ন ও মেরামত কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়েছে। কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ জানান, ২১ ও ২২ নভেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেলসমূহের ক্ষয়ক্ষতি নিরূপণ, কারিগরি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেছে। কারিগরি প্রতিবেদনে কোনো হল ব্যবহারের অনুপযোগী বা হলে থাকা যাবে না এমন কোনো মন্তব্য বিশেষজ্ঞরা করেন নি। বিশেষজ্ঞরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি যেসব সংস্কার কাজের সুপারিশ করেছেন সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। অতএব, আবাসিক হলগুলো থাকার উপযোগী এবং এক্ষেত্রে ভীতির কোনো কারণ নেই।
ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (DEA)
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কয়েকটি হলে Detail Engineering Assessment (DEA) পরিচালনার জন্য বিশেষজ্ঞগণ মতামত দিয়েছেন। সে অনুযায়ী অতি শিগগিরই DEA কার্যক্রম গ্রহণ করা হবে। প্রতিটি হলে এ কার্যক্রম সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
কোষাধ্যক্ষ জানান, হাজী মুহম্মদ মুহসীন হলে মোট ১৭৫টি কক্ষের মধ্যে ১৬৭টি কক্ষের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৮টি কক্ষের রং করণ শেষ হয়েছে। অন্যান্য কক্ষ, বারান্দা, বাথরুম, মসজিদ, ডাইনিং ও রিডিং রুমসহ বিভিন্ন অংশে মেরামত কাজ চলমান রয়েছে।
সূর্যসেন হলে মোট ১৪১টি কক্ষের সবগুলোর মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩০টি কক্ষের রংকরণ শেষ হয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১২১টি কক্ষের সবগুলোর মেরামত কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩৯টি কক্ষের রং করণ শেষ হয়েছে। বাথরুম ও রিডিং রুমের টাইলসসহ অন্যান্য কাজ দ্রুত শেষের পথে।
৪। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৫জন শিক্ষার্থীকে ১ লাখ ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী এককালীন ৩০ হাজার টাকা করে বৃত্তি লাভ করেছে। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র- ছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার বিকাল ৩:৩০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
একইদিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST)-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য ইতোমধ্যেই মিরপুর ও ফার্মগেট এলাকায় ৩টি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। MIST থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে MIST কর্তৃপক্ষ তাদের শুধু স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাটি একদিন পিছিয়ে পরেরদিন ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত করার ব্যবস্থা করেছে।
৬। বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)-এর ৩৯তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। Microbiology for Sustainable Development’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রোবায়োমভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)।
সম্মেলনে দেশ ও বিদেশের বিজ্ঞানীরা গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে সর্বমোট ২৮৮টি সারসংক্ষেপ (Abstract) গৃহীত হবার পর ১২টি টেকনিক্যাল সেশনে ২টি প্লেনারি বক্তৃতা, ৮টি প্রবন্ধ, ৬টি আমন্ত্রিত বক্তৃতা, ৪টি ইয়াং সায়েন্টিস্ট টক, ৫৮টি মৌখিক উপস্থাপনা এবং প্রায় ২২৬টি পোস্টার উপস্থাপিত হয়।
৭। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে Globalization, Climate Change and Bangladesh Foreign Policy শীর্ষক হিট প্রজেক্টের সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) নুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের Higher Education Acceleration and Transformation (HEAT) Project -এর সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।
৮। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী অর্পণ সাহা চলতি বছর অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভারে অনুষ্ঠিত অপটিকা (পূর্বে OSA) স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের দুই শিক্ষার্থী অর্পণ সাহা এবং মোহাম্মদ আজমাইন ফাতিন অপটিকা স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হন। নির্বাচনের পর অর্পণ সাহা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অপটিকা স্পন্সর করে এবং যাবতীয় খরচ বহন করে।
৯। সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক চেন ডংশিও এবং কনটেম্পোরারি চায়না এন্ড ওয়ার্ল্ড স্টাডিজের ভাইস-প্রেসিডেন্ট মি. ফান দাকির নেতৃত্বে চীন থেকে আগত একটি বিশিষ্ট প্রতিনিধিদলের সম্মানে ঢাকা ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অব্যাহত একাডেমিক সম্পৃক্ততা এবং গঠনমূলক সংলাপ উপলক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এই অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), বিভিন্ন অনুষদের ডিন ও কয়েকজন অধ্যাপক উপস্থিত ছিলেন।
১০। চীনের বিশেষজ্ঞ দল বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের Feasibility Study-এর কাজ সম্পন্ন করেছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এই হল নির্মাণ করা হবে। উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে এসংক্রান্ত তথ্য-উপাত্তের দলিলাদিতে স্বাক্ষর করা হয়। চীনের বিশেষজ্ঞ দলের পক্ষে মি. সান চ্যাং (Mr. SUN CHANG) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকৌশল দফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দলিলাদিতে স্বাক্ষর করেন। এসময় কোষাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১১। ‘ডিকলোনাইজেশন অ্যান্ড মওলানা ভাসানী’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট https://www.du.ac.bd/offices/OSW আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েবসাইট উদ্বোধন করেন।
১৩। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া যৌথ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ফার্মেসী অনুষদ এবং হেলথকেয়ার কেমিক্যালস লিমিটেড-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফার্মেসী অনুষদের ডিন এবং হেলথকেয়ার কেমিক্যালস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১৪। কোষাধ্যক্ষ শামসুন নাহার হলের বাথরুম ব্লকের কলাম রেট্রোফিটিংসহ বিভিন্ন মেরামত কাজ এবং রোকেয়া হলের বিভিন্ন কক্ষে উইপোকার উপদ্রবে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও দরজা-জানালা সরেজমিনে পরিদর্শন করেন।
১৫। ক) কবি জসীম উদ্দীন হলে এক্সটেনশন বাগানের দোকান সংলগ্ন এরিয়ায় শিক্ষার্র্থীদের বসার জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের সুবিধার্থে টাইলস স্থাপন ও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। খ) হলের উত্তর ও দক্ষিণ ভবনের চতুর্পাশের কার্নিশ থেকে পরিত্যক্ত কাপড়, জুতা-স্যান্ডেল, বোতল ও ভাঙ্গা-চোরা জিনিসপত্র অপসারণ করা হয়েছে। আগাছাসহ অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি অপসারণ করা হয়েছে।
১৬। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে পরিষ্কারক দ্রব্যাদি ক্রয় করা হয়েছে এবং হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। খ) হলে নিয়মিত মশার ওষুধ প্রদান করা হচ্ছে।
১৭। কবি সুফিয়া কামাল হলে প্রতিদিন নিয়মিতভাবে মশক নিধন ওষুধ ছিটানোসহ প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
১৮। রোকেয়া হলের ৭মার্চ ভবনের উইপোকা নিধনের লক্ষ্যে কোষাধ্যক্ষ ও বিশেষজ্ঞ টিম পরিদর্শন করেন এবং উইপোকা নিধনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
১৯। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ভিতরের গাড়ি পার্কিং ও রাস্তা সংস্কার করা হয়েছে। ইনস্টিটিউটের দুটি হেলোজেন লাইন মেরামত করা হয়েছে।
২০। সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে:
ক) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বি. এস. (সম্মান) শ্রেণির ২জন শিক্ষার্থীকে হাবিব-খাদিম-সফরুল স্মারক বৃত্তি প্রদান করা হবে। মাসিক ৫০০/- টাকা হারে এক বছরের জন্য তাদের এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: নাজিবা রহমান ও আরাফাত রহমান।
খ) শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজের ১ম বর্ষ এম. বি. বি. এস শিক্ষার্থী মো. শিমুল মিয়াকে এম. এ খালেক এবং এ.এন.এইচ বারী ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে। মাসিক ৩০০/- টাকা হারে এক বছরের জন্য তাকে এই বৃত্তি প্রদান করা হবে।
গ) বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের এম. এস শ্রেণির ২জন শিক্ষার্থীকে খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি প্রদান করা হবে। এককালীন ২৩,০০০/ টাকা করে তাদের বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: মো: মাহমুদুল হক মিলু ও মিথুন ভৌমিক।
ঘ) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বি. এস.এস (সম্মান) শ্রেণির ৩জন শিক্ষার্থীকে ড. এ. এইচ. এম করিম এবং হোসনে আরা বেগম ট্রাস্ট স্মৃতি বৃত্তি প্রদান করা হবে। মাসিক ২,০০০/- টাকা হারে এক বছরের জন্য তাদের এই বৃত্তি প্রদান করা হবে । শিক্ষার্থীরা হলেন: মো: রবিউল হাসান সিয়াম, রামিসা তাফাননুম মৌশি, রাউঙি ম্রো।
২১। বিভিন্ন বিভাগের ৪জন শিক্ষার্থীকে সালাহ্উদ-দীন-কীন ও বেগম ফারুক সুলতান কীন ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হবে। মাসিক ২৫০/- টাকা হারে এক বছরের জন্য তাদের এই বৃত্তি প্রদান করা হবে । শিক্ষার্থীরা হলেন: নুসরাত জাহান সুবর্ণা (বাংলা), জোবাইদুল ইসলাম (আরবী), এস.এম ছাব্বির আহাম্মেদ শুভ (পরিসংখ্যান), মো: জিয়াউল হক জীবন (মৃত্তিকা, পানি ও পরিবেশ)।
২২। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ৭জন শিক্ষার্থীকে ড. মোহাম্মদ হারুনুর রশিদ এবং ড. ফাতেমা রশিদ ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ৯,০০০/- টাকা করে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: ফৌজিয়া হাসান ইরা, তাসফীক সাইফ, তোরসা তাবাসসুম, সোনিয়া আক্তার, মো. আশরাফুল ইসলাম, তায়েরাতুল জান্নাত ইউশা ও আনিকা বেগম।
২৩। একাউন্টিং এবং ফিন্যান্স বিভাগের ২জন শিক্ষার্থীকে এ. আর.হাওলাদার স্মারক বৃত্তি প্রদান করা হবে। মাসিক ৩০০/- টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে । শিক্ষার্থীরা হলেন: মো: সারোয়ার হোসেন তানভীর ও মো. রাজু আহমেদ।
২৪। সমাজবিজ্ঞান বিভাগের ৪জন শিক্ষার্থীকে অধ্যাপক ড. রাবেয়া খাতুন বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ১২,০০০/ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: সুমাইয়া জান্নাত, রবিউস সানী, আসাদুল ইসলাম এবং খাতুনে জান্নাত।
২৫। পরিসংখ্যান বিভাগের বিভিন্ন বর্ষের ৩২ জন শিক্ষার্থীকে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রফেসর কিউ.এম.হোসেন ট্রাস্ট ফান্ড থেকে বই পুরস্কার প্রদান করা হবে।
২৬। বিভিন্ন বিভাগের রোভার স্কাউট গ্রুপের ৩জন সদস্যকে মোহাম্মদ শাহ্জাহান এন্ড সায়েরা ট্রাস্ট বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ৫,০০০/ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: মো: রাসেল ইসলাম (সংগীত), মো: আতিকুর রহমান (ম্যানেজমেন্ট), মো: সিজু (রাষ্ট্রবিজ্ঞান)।
২৭। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ‘‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬” বাস্তবায়নের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনোভেশন ফেয়ার-এ উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্প প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণের সুযোগ রয়েছে। মেলায় অংশগ্রহণ করতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে https://forms.gle/yfuwNseJwsVhPwPMA লিঙ্কে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক যাচাই-বাচাই শেষে নির্দিষ্ট সংখ্যক উদ্ভাবনকে “বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬” এ অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিতগণকে পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হবে।
২৮। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোন যানবাহন উক্ত সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
উল্লেখিত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
২৯। শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন করা হয়েছে। মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা জরুরি সেবা চলমান রয়েছে। জরুরি সেবা ও এ্যাম্বুলেন্সের জন্য মোবাইল নম্বর হলো : ০১৭৯৮৭৬২৯২০। হল কর্তৃপক্ষের মাধ্যমে কল স্লিপ দিয়ে শিক্ষার্থীদের এ্যাম্বুলেন্স ও কল সেবা দেয়া হয়। নার্সিং সেবা (রুম নং-১১৪): প্রতিদিন ২৪ ঘণ্টা (শুক্রবার দুপুর ১২:৩০ থেকে বিকাল ৩:৩০ ছাড়া) খোলা থাকে। ফার্মেসী (রুম নং-১১১): প্রতিদিন সকাল ৮:০০টা থেকে রাত ৮:০০টা (শুক্রবার দুপুর ১২:৩০ থেকে বিকাল ৩:৩০ ছাড়া) খোলা থাকে। রাত্রীকালীন সেবা (রুম নং-২০৪): রাতে জরুরি অসুস্থ রোগীর সেবার জন্য কর্তব্যরত পুরুষ চিকিৎসকগণ সেন্টারে অবস্থান করেন। হল কর্তৃপক্ষের কল স্লিপের মাধ্যমে অন-কলে ছাত্রীদের এবং অন্যান্য নারী রোগীদের জরুরি সেবা কলের মাধ্যমে মহিলা চিকিৎসকগণ চিকিৎসা দিয়ে থাকেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়